ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্যার আশুতোষ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
স্যার আশুতোষ কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 

চট্টগ্রাম: বোয়ালখালী উপজেলার স্যার আশুতোষ সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কলেজ মাঠে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টায় এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর ড. পার্থ প্রতীম ধর।  

ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. জয়নাল আবেদীন, শিক্ষক পরিষদ সম্পাদক সহকারী অধ্যাপক ফাতেমা উম্মুল খায়ের, বোয়ালখালী প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা মো. মুজাহিদুল ইসলাম, অধ্যাপক প্রফেসর আবদুল্লাহ আল মামুন।

উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক আবুল হাসনাত মো. মহসিন, মো. মোছলেহ উদ্দীন, প্রবীর বিশ্বাস, ফরিদুল আলম, সহকারী অধ্যাপক তানজিনা রহমান, রাশেদা নাসরীন, মো. লায়েছ মিয়া, রাজীব চক্রবর্তী, মোসা. তাহিরা রহমান, সালমা মোস্তফা নুসরাত, পরিচয় বড়ুয়া, প্রভাষক সাবরিনা ইয়াসমিন, এএইচএম সিরাজুম মোস্তাকিম, আনিসুর রহমান, মোছা. মাকসুদা ইয়াসমিন, সজল দাশ, মো.আলী হায়দার, রানা দাশ, শ্রাবণী সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।