ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে: শাহজাহান চৌধুরী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ করতে হবে: শাহজাহান চৌধুরী ...

চট্টগ্রাম: এখনও প্রশাসনের ভেতর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্যদের সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের অবিলম্বে সরাতে হবে। তা না হলে ছাত্র-জনতার গণবিপ্লবের সরকার ব্যর্থ হওয়ার আশঙ্কা থেকে যায়।

কারণ, তারা জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বৈষম্যের শিকার সকল কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বাসন করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সকল ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুছ ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, নগর কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ড. মাহবুবুল রহমান মাহমুদুল আলম, আমির হোসাইন, প্রফেসর সাইফুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।