ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছোরা ও ইয়াবাসহ গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
ছোরা ও ইয়াবাসহ গ্রেফতার ৫ ...

​চট্টগ্রাম: নগরের আকবরশাহ থানার বিশ্ব কলোনী এলাকায় অভিযান চালিয়ে টিপ ছোরা ও ইয়াবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান পাহাড়তলী জোনের পুলিশের সহকারী কমিশনার আরিফ হোসেন।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো.তানভীর ইসলাম রোকন উদ্দিন  (২৭), মো.রুবেল (২৪), মো. শফি আলম প্রকাশ শফি (৩১), মো.সিরাজ (২৫) ও মো. ফরহাদ হোসেন (২৬)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ফোল্ডিং টিপ ছোরা, একশত বার পিস ইয়াবা, দুইটি মোবাইল ও ইয়াবা বিক্রির ১০ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ছোরা ও ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখায় আকবরশাহ্ থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি মামলা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।