ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বকশিরহাটে নওফেলের পক্ষে ৫০০ রোজাদারকে ইফতার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
বকশিরহাটে নওফেলের পক্ষে ৫০০ রোজাদারকে ইফতার বিতরণ ...

চট্টগ্রাম: নগরের চাক্তাই বকশিরহাট ওয়ার্ড যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে লকডাউন চলাকালীন ৫০০ কর্মহীন, দুস্থ ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ব্যাংক এশিয়ার সামনে এ ইফতার বিতরণ করা হয়।

 

এসময় উপস্থিত ছিলেন বকশিরহাট ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, আওয়ামী নেতা সাঈদ হোসেন সোহেল, হাজেরা-তজু ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রফিকুল আলম রুবু, সাবেক এমইএস কলেজ ছাত্রলীগ নেতা তাপস কান্তি, সালাউদ্দীন, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রসংসদের এজিএস নোমান সাইফ, বাকলিয়া থানা ছাত্রলীগের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইউসুফ হোসেন সম্রাট, ওয়ার্ড যুবলীগ নেতা মো. রুবেল, বাকলিয়া শহীদ এনএমএমজে কলেজ ছাত্রলীগনেতা রকি ভট্টাচার্য, এমইএস কলেজ ছাত্রলীগ নেতা কাইছার আলম টিটু, বাকলিয়া থানা ছাত্রলীগের সদস্য গিয়াস উদ্দীন, সাইফুজ্জামান আবীর, মো. হাসেম, আশিকুর রহমান, ওয়ার্ড ছাত্রলীগ নেতা হিমেল আজাদ ও মিজবাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।