ঢাকা, বুধবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশে এমপি দিদার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৬, এপ্রিল ২৫, ২০২১
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর পাশে এমপি দিদার ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: সমাজের অবহেলিত তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন সীতাকুণ্ড আসনের এমপি দিদারুল আলম।  

সম্প্রতি ঈদ উপহার বিতরণকালে তৃতীয় লিঙ্গের কাজলী বলেন, কোনো জনপ্রতিনিধি করোনাকালে লকডাউনের মধ্যে আমাদের সহযোগিতায় এগিয়ে আসেনি।

অভাব অনটনে চলছিল আমাদের জীবন। এই সময়ে এমপির দেওয়া ত্রাণ তাদের অনেক উপকারে আসবে।

এমপি দিদারুল আলম বলেন, করোনাকালে যেসব শ্রমজীবী কর্মহীন হয়ে পড়েছে বা কষ্টে আছে, তাদের প্রত্যেকের হাতে ত্রাণ পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইদ্রিছ, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর ও মোহাম্মদ জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।