চট্টগ্রাম: সীতাকুণ্ডে লকডাউনে কর্মহীন ২০০ পরিবহন শ্রমিককে ভালোবাসার থলে (খাদ্য সামগ্রী) উপহার দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, স্থানীয় সংসদ সদস্য দিদারুল আলম।
রোববার (২৫ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দিদারুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর, পৌরসভার কাউন্সিলর আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী শামীম, দিদারুল আলম এ্যাপোলো, চট্টগ্রাম জেলা বাস মিনিবাস হিউম্যান হলার সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, মোস্তফা হাকিম ফাউন্ডেশনের প্রতিনিধি জসীম উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা মোফাক্কর চৌধুরী, পরিবহন শ্রমিক নেতা খোরশেদ আলম, সেলিম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এআর/টিসি