চট্টগ্রাম: সীতাকুণ্ডে কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে সংবাদপত্র হকার ও দুস্থদের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সীতাকুণ্ড প্রেস ক্লাবে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত আলী জাহাঙ্গীর।
প্রেস ক্লাবের সভাপতি ও শুভসংঘের সমন্বয়কারী সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, শুভসংঘ সীতাকুণ্ড শাখার সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন অনিক, সাংবাদিক শেখ সালাউদ্দিন, আবুল খায়ের, সঞ্জয় চৌধুরী, শুভসংঘের সদস্য হারুনুর রশিদ, মো. ছাদেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
এমএম/টিসি