ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ড, নিহত ২ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটির বিপরীত পাশে ‘এমটি ইরাবতী’ নামের অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছে।  

এ সময় জাহাজের শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) দগ্ধ হন।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস।

তিনি বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

পাশাপাশি বন্দরের টাগবোট কাণ্ডারী আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তবে নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বন্দর সূত্রে জানা যায়, সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আশুগঞ্জ থেকে জ্বালানি নিয়ে আসা ট্যাংকারটি তরল জ্বালানি কনডেনসেট খালাস করছিল। হঠাৎ ট্যাংকারের ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়।  

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। আহতদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।