ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দ্বিতীয়বারের মত আয়োজন হচ্ছে এনাটমি অলিম্পিয়াড, শুরু নিবন্ধন প্রক্রিয়া 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
দ্বিতীয়বারের মত আয়োজন হচ্ছে এনাটমি অলিম্পিয়াড, শুরু নিবন্ধন প্রক্রিয়া 

চট্টগ্রাম: স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইস্যাব’র প্ল্যাটফর্ম হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে চট্টগ্রামে দ্বিতীয়বারের আয়োজন হতে যাচ্ছে এনাটমি অলিম্পিয়াড ২০২৫। ইতিমধ্যে অলিম্পিয়াডের নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

 

হেলথ স্কুল ও এপিক হেলথ কেয়ার পেইজবুক পেইজ থেকে নির্দিষ্ট লিংকের মাধ্যমের দেশের সব মেডিক্যাল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশ নিতে পারবেন। এবারের আয়োজনে এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ক্যাটাগরি।

 

আয়োজন প্রসঙ্গে অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. সুলতানা রুমা আলম জানান, এনাটমি অলিম্পিয়াড মেডিক্যাল শিক্ষায় ব্যতিক্রমী একটি আয়োজন। যে কোন উদ্যোগ শুরু করার চেয়ে ধারাবাহিকতা রক্ষা করা চ্যালেঞ্জিং। যে ২য় বারের মত এ আয়োজন করতে পারায় আমরা আনন্দিত। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।  

অলিম্পিয়াড আয়োজক কমিটির সেক্রেটেরি জেনারেল ডা. হামিদ হোছাইন আজাদ বলেন মেডিক্যাল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতে দক্ষ পেশাজীবন গড়ে তোলার সুযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।