ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হেফাজত নেতা হারুন এজাহার কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
হেফাজত নেতা হারুন এজাহার কারাগারে ...

চট্টগ্রাম: সম্প্রতি হাটহাজারী মডেল থানায় সরকারি বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত হওয়া কমিটির শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে (৪৭) কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম আঞ্জুমান আরার ভার্চুয়াল আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া হারুন ইজহার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মুফতি ইজহারুল ইসলাম চৌধুরীর বড় ছেলে।

কারাগারে পাঠানোর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি জানান, হাটহাজারী ৩ মামলায় হারুন এজাহারকে গ্রেফতার দেখানো হয়েছে। কোনো রিমান্ড আবেদন ছিল না। হয়তো পরবর্তীতে রিমান্ড আবেদন করা হবে।  

বুধবার রাত ১২টায় নগরের লালখান বাজার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বাসা থেকে মুফতি হারুন ইজহারকে র‌্যাব-৭ সদস্যরা গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।