চট্টগ্রাম: নগরের চকবাজার থানার রসুলবাগ আবাসিক এলাকায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. বেলাল (৩৬), আবুল কালাম (৩২), মো. সেলিম (৩৯), মো. তাজুল ইসলাম (৪৫), মো. রাজিব (৩২), মো. মোবিনুল ইসলাম (২৩), মো. আহাদ (১৯) ও মো. ইসমাঈল (২২)।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বগার বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বগার বিলে গোপনে জুয়ার আসর বসাত।
গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমএম/টিসি