ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ৮ জুয়াড়ি গ্রেফতার, জুয়ার সরঞ্জাম উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, এপ্রিল ২৯, ২০২১
চট্টগ্রামে ৮ জুয়াড়ি গ্রেফতার, জুয়ার সরঞ্জাম উদ্ধার জব্দ করা জুয়ার সরঞ্জাম

চট্টগ্রাম: নগরের চকবাজার থানার রসুলবাগ আবাসিক এলাকায় জুয়ার আসর থেকে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. বেলাল (৩৬), আবুল কালাম (৩২), মো. সেলিম (৩৯), মো. তাজুল ইসলাম (৪৫), মো. রাজিব (৩২), মো. মোবিনুল ইসলাম (২৩), মো. আহাদ (১৯) ও  মো. ইসমাঈল (২২)।

 

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বগার বিল থেকে তাদের গ্রেফতার করা হয়।  

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বাংলানিউজকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র বগার বিলে গোপনে জুয়ার আসর বসাত।

স্থানীয় বাসিন্দাদের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৮ জনকে গ্রেফতার করা হয়। এ সময়  জুয়া খেলার সরঞ্জাম ও ৪ হাজার ৫৪০ টাকা জব্দ করা হয়েছে।  

গ্রেফতার জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।