চট্টগ্রাম: রমজান মাসের শুরুতে চট্টগ্রামের কাঁচাবাজারে বিভিন্ন ধরনের সবজির দাম বেশি থাকলেও ধীরে ধীরে তা কমে এসেছে, তবে ১৭ রমজানে এসে বেড়ে গেছে মাছের দাম। কমেছে মাংসের দামও।
শুক্রবার (৩০ এপ্রিল) নগরের বক্সিরহাট কাঁচাবাজার, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার ও অভিজাত কাঁচাবাজার হিসেবে পরিচিত কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।
বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ টাকায়।
এদিকে মাছের বাজারে রুই প্রতিকেজি ১৮০ থেকে ২৬০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, কাতাল ২১০ থেকে ২৮০ টাকা, চিংড়ি আকারভেদে ১৫০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৩৫০-৬০০ টাকা, লইট্যা ১০০-১৩০ টাকা, কাচকি ৩০০ টাকা, শিং ৫০০-৫৫০ টাকা, পাঙ্গাস ১২০-১৫০ টাকা, পাবদা ৪৫০ টাকা, ছুরি মাছ ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
মাংসের বাজারে খাসির মাংস ৭৫০-৮০০ টাকা, গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২৫-১৩০ টাকা, লেয়ার মুরগি ২২০-২৪০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এসি/টিসি