ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সবজির দাম স্বাভাবিক, মাছের বাজার চড়া 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৯, এপ্রিল ৩০, ২০২১
চট্টগ্রামে সবজির দাম স্বাভাবিক, মাছের বাজার চড়া  ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: রমজান মাসের শুরুতে চট্টগ্রামের কাঁচাবাজারে বিভিন্ন ধরনের সবজির দাম বেশি থাকলেও ধীরে ধীরে তা কমে এসেছে, তবে ১৭ রমজানে এসে বেড়ে গেছে মাছের দাম। কমেছে মাংসের দামও।

 

শুক্রবার (৩০ এপ্রিল) নগরের বক্সিরহাট কাঁচাবাজার, চকবাজার, রিয়াজউদ্দিন বাজার ও অভিজাত কাঁচাবাজার হিসেবে পরিচিত কাজির দেউড়ি বাজার ঘুরে দেখা গেছে, সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে।

বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ টাকায়।

মিষ্টি কুমড়া ৩০ টাকা, তিতকরলা ৭০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, টমেটো ৩০ টাকা, শসা ৩০-৪০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পটল ৪০ টাকা, লাউ ২০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, বরবটি ৮০ টাকা, গাজর ২৫ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, কাঁকরোল ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁচামরিচ প্রতিকেজি ৫০-৬০ টাকা, ধনেপাতা ও পুদিনা পাতা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাঝারি লেবু প্রতি ডজন বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়।

এদিকে মাছের বাজারে রুই প্রতিকেজি ১৮০ থেকে ২৬০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, কাতাল ২১০ থেকে ২৮০ টাকা, চিংড়ি আকারভেদে ১৫০ থেকে ৫০০ টাকা, রূপচাঁদা ৩৫০-৬০০ টাকা, লইট্যা ১০০-১৩০ টাকা, কাচকি ৩০০ টাকা, শিং ৫০০-৫৫০ টাকা, পাঙ্গাস ১২০-১৫০ টাকা, পাবদা ৪৫০ টাকা, ছুরি মাছ ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মাছের দাম গত সপ্তাহের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মাংসের বাজারে খাসির মাংস ৭৫০-৮০০ টাকা, গরুর মাংস ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১২৫-১৩০ টাকা, লেয়ার মুরগি ২২০-২৪০ টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।