ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চমেকে সংঘর্ষের ঘটনায় ইমু-দস্তগীরের বিবৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
চমেকে সংঘর্ষের ঘটনায় ইমু-দস্তগীরের বিবৃতি ছাত্রলীগ

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর ছাত্রলীগ। দোষীদের গ্রেফতার করে সন্ত্রাসীদের অবাধ আনাগোনা রোধের দাবি জানিয়েছে সংগঠনটি।

 

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান।  

বিবৃতিতে বলা হয়, ‘গত ২৭ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী তৌফিকুর রহমান ইয়ন, রিয়াজুল ইসলাম জয়, অভিজিৎ দাশ, মির্জা নাজিম উদ্দীন, আতাউল্লাহ বোখারী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বহিরাগত চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়।

আমরা ন্যক্কারজনক এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য চমেক কর্তৃপক্ষকে কলেজ ক্যাম্পাসে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসীদের অবাধ আনাগোনা বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। ’

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় চমেক হাসপাতালের সিএমসি ক্যাফের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুই গ্রুপ। এ সময় দুইজন চিকিৎসক আহত হন। এ ঘটনায় ২৮ ও ২৯ এপ্রিল কর্মবিরতি পালন করেন চমেক ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন। ২৯ এপ্রিল পাঁচলাইশ থানায় পাল্টাপাল্টি মামলা করে দুই গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।