ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ফ্রি ইফতার অ্যান্ড সেহেরি শপ’র ইফতার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৭, এপ্রিল ৩০, ২০২১
‘ফ্রি ইফতার অ্যান্ড সেহেরি শপ’র ইফতার বিতরণ করলেন শিক্ষা উপমন্ত্রী  ইফতার বিতরণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল

চট্টগ্রাম: সিএমপির ডবলমুরিং থানার উদ্যোগে শুরু হওয়া 'ফ্রি ইফতার অ্যান্ড সেহেরি শপ' পরিদর্শন করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।  

শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে স্থাপিত এ ব্যতিক্রমী দোকান পরিদর্শন করেন তিনি।

 এ সময় তিনি সবার মাঝে ইফতার বিতরণ করেন।  

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, ফ্রি ইফতার অ্যান্ড সেহেরি শপ থেকে শুক্রবার ১ হাজার ৭০ জনের ইফতার বিতরণ করা হয়েছে।

পুলিশ সদস্যদের পাশাপাশি আজকের ইফতারে অর্থায়ন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন, আল মানাহিল ফাউন্ডেশন, দুইজন চিকিৎসক, একজন প্রকৌশলী ও নৌবাহিনীর একজন কর্মকর্তা। শিক্ষা উপমন্ত্রী এমন সুন্দর আয়োজনের প্রশংসা করেন।  

এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্যও তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।