ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরিবহন শ্রমিকদের জন্য ভাবছে সরকার: আ জ ম নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
পরিবহন শ্রমিকদের জন্য ভাবছে সরকার: আ জ ম নাছির  ইফতার বিতরণ করেন আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চলমান লকডাউনে পরিবহন শ্রমিকরা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। গাড়ির চাকা ঘুরলেই তাদের আহার জোটে।

আর চাকা বন্ধ হলে তাদের ঘুম হারাম হয়ে যায়। করোনায় জীবন ও জীবিকা দুটো সচল রাখার জন্য সরকার নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে।
গণপরিবহন খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ, মানববন্ধনসহ নানা কর্মসূচি গ্রহণ করছে। এর প্রেক্ষিতে পরিবহন শ্রমিকদের নিয়ে করণীয় নির্ধারণে সরকার চিন্তা-ভাবনা করছে।  

শুক্রবার (৩০ এপ্রিল) শাহ আমানত সেতুর আখতারুজ্জামান চত্বর সংলগ্ন স্থানে চট্টগ্রাম অটো টেক্সি অটো টেম্পু শ্রমিক লীগ আয়োজিত পরিবহন শ্রমিকদের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিক লীগ সহসভাপতি শফর আলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, নগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমেদ, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের সদস্যসচিব মো. মিরণ হোসেন মিলন, মো. আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, নজরুল ইসলাম খোকন, মো. এয়াকুব, মো. হাসান, ইউসুফ মোহাম্মদ, মো. কালু, রাব্বানী, আবদুস সালামসহ সড়ক পরিবহন শ্রমিক লীগ ও টেম্পু শ্রমিকলীগ নেতারা বক্তব্য দেন।  

এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে নগরজুড়ে ১০ দিনব্যাপী ভ্রাম্যমাণ ইফতার বিতরণ কর্মসূচি শুরু করেছে নগর স্বেচ্ছাসেবক লীগ। শুক্রবার বিকেলে চট্টগ্রাম ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  
তিনি বলেন, বাংলাদেশের সব দুঃসময়ে দেশবাসীর পাশে অতন্দ্র প্রহরীর মতো নিয়োজিত থাকে আওয়ামী লীগ আর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা। করোনা ও রমজানের এ সময়ে তারই অংশ হিসেবে নগর আওয়ামী স্বেচ্ছাচ্ছাসেবক লীগ এ প্রয়াস গ্রহণ করেছে। এ কর্মসূচিকে আমি স্বাগত জানাই এবং আন্তরিক ধন্যবাদ জানাই।  

নগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদের আহ্বায়ক আবদুর রশীদ লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এএইচএম জিয়া উদ্দীন, সদস্যসচিব সালাউদ্দিন আহমেদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সালাহ্উদ্দীন, ওসমান গণি মানিক, মহিউদ্দিন আলী নূর, আবু তাহের, সুমন কান্তি নাথ, ওমর ফারুক, মকসুদ আলী, আবদুল্লাহ আল মামুন, জয়নাল আবেদিন, রুবেল আহমেদ বাবু, আইয়ুব চৌধুরী, শামসুদ্দিন মানিক, জাহাঙ্গীর হোসেন শান্ত, মনির উল্লাহ খান, আমজাদ খান, হাসান জাহিদ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইমরান, আবু আদনান, মোহাম্মদ ইকবাল, হায়াত উল্লাহ, রেদোয়ান রণি ও সজিব।  

উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, সুমন দেবনাথ, ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।