ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে এম এ আজিজ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মে ১, ২০২১
নগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে এম এ আজিজ এম এ আজিজ

চট্টগ্রাম: মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজকে।  

শনিবার (১ মে) এ তথ্য জানান বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে এম এ আজিজ নগর বিএনপি’র সহ সভাপতি ও বন্দর থানা বিএনপি’র সভাপতি ছিলেন।  

চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলানিউজকে জানান, চট্টগ্রাম মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে এম এ আজিজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি আজকে থেকে এ পদে দায়িত্ব পালন করবেন।  

গত ২৯ মার্চ বিকেলে নগরের কাজীর দেউড়িতে বিএনপি’র দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ানসহ ৫৭ জনের নাম উল্লেখ করে দুইটি মামলা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মে ০১, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।