চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় অভিযান চালিয়ে ১৫ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যা ব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
শনিবার (১ মে) সকাল পৌনে ৭টার দিকে চাক্তাই মীর ফিলিং স্টেশনের বিপরীতে মেসার্স হামিদ অ্যান্ড ব্রাদার্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম রনি (২৭) ও মো. হাবিবুর রহমান সোহেল (৪৩)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নূরুল আবছার বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একটি মাইক্রোবাস মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসছে। শাহ আমানত সেতু এলাকায় মাইক্রোবাসটি তল্লাশি চালিয়ে ৪ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ২ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের ব্যবসায়ীর নিকট বিক্রয় করে।
বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০১, ২০২১
এমএম/টিসি