ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভবিষ্যৎ বিজ্ঞানীদের নিয়ে শুরু হচ্ছে ৭ দিনের আইওটি কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মে ১, ২০২১
ভবিষ্যৎ বিজ্ঞানীদের নিয়ে শুরু হচ্ছে ৭ দিনের আইওটি কর্মশালা ...

চট্টগ্রাম: ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য ‘রিসার্চ ল্যাব চট্টগ্রাম’র উদ্যোগে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি ফ্রি ইন্টারনেট অফ থিংস (আইওটি) কর্মশালা।  

আগামী ৭ মে থেকে অনলাইনভিত্তিক এই কর্মশালা শুরু হবে।

এতে দেশের বিভিন্ন স্থানের ভবিষ্যৎ বিজ্ঞানীদের ফ্রীতে রোবটিক্স শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে।  

রিসার্চ ল্যাব চট্টগ্রাম'র পরিচালক জাহেদ হোসাইন নোবেল জানান, দেশের বিভিন্ন এলাকার ভবিষ্যৎ বিজ্ঞানীরা ফ্রি’তে কর্মশালায় অংশগ্রহণ করবে।

ইতিমধ্যে শতাধিক শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি কুরিয়ার যোগে পাঠানো হবে।

কর্মশালায় থাকছে কুইজ প্রতিযোগিতা এবং প্রজেক্ট প্রেজেন্টেশন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মে ০১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।