ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৫ দফা দাবি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ২, ২০২১
৫ দফা দাবি চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: গণপরিবহন চালুর অনুমতি প্রদান, ক্ষতিগ্রস্ত সড়ক পরিবহন মালিকদের ব্যাংক ও কিস্তির সুদ মওকুফ সহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ।  

রোববার (২ মে) সকালে নগরের স্টেশন রোডে আন্তঃজিলা বাস মালিক সমিতির কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে গণপরিবহন কয়েকবার বন্ধ করে দেওয়া হয়। কিন্তু লকডাউনে যখন গণপরিবহন চালানোর নিষেধাজ্ঞা থাকে তখনও পরিবহনের প্রাতিষ্ঠানিক খরচ বন্ধ থাকে না।
বিভিন্ন পরিবহন সার্ভিসের প্রধান ও শাখা কার্যালয়ের অফিস ভাড়া, স্টাফদের বেতন ইত্যাদি মালিকদের বহন করতে হয়। পরিবহন শ্রমিকরাও হয়ে পড়ে বেকার। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে দুই সিটে এক যাত্রী এবং ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় যখন গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দেওয়া হয় তখনও মালিকদের দুই ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়। তারপরও গণপরিবহন চালু থাকলে কোন রকমে অস্তিত্ব বজায় রাখা যায়।

তিনি আরও বলেন, বৃহত্তর চট্টগ্রামে গণপরিবহন ও পণ্য পরিবহন মিলে কমপক্ষে এক লাখ শ্রমিক রয়েছে। প্রতিদিন ৫০০ টাকা বেতন ধরলেও দৈনিক ৫ কোটি টাকা আয় থেকে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। তাই সরকার ও রাজনৈতিক নেতৃত্বকে ঠিক করতে হবে- দেশে পরিবহন সার্ভিসের আদৌ প্রয়োজন আছে কি না? 

এসময় নেতারা ৫ দফা দাবি তুলে ধরেন। দাবিসমূহ হলো- বিনা সুদে সড়ক পরিবহন মালিকদের ঋণ প্রদান করতে হবে, করোনাকালীন সময়ে এক বছরের জন্য ব্যাংক ঋণ ও কিস্তির সুদ মওকুফ করে দিতে হবে, কিস্তির টাকার জন্য হয়রানি ও মামলা প্রদান বন্ধ করতে হবে, করোনা মহামারি সমাপ্তি হওয়া পর্যন্ত ডকুমেন্ট হালনাগাদ করার সময় বৃদ্ধি করতে হবে এবং সকল পরিবহন শ্রমিকদের আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. খোরশেদ আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, সাধারণ সম্পাদক অলি আহমদ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০২, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।