ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জীবনের নিরাপত্তা শঙ্কায় শফী হত্যা মামলার বাদীর জিডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, মে ২, ২০২১
জীবনের নিরাপত্তা শঙ্কায় শফী হত্যা মামলার বাদীর জিডি আল্লামা শাহ আহমদ শফী

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হেফাজতের প্রয়াত আমির শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মাঈন উদ্দিন। রোববার (২ মে) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।

পাঁচলাইশ থানার জিডি নম্বর ৮১।  

ওসি জানান, শাহ আহমদ শফী হত্যা মামলার বাদী মোহাম্মদ মঈন উদ্দিন আজ বিকেলে জিডি দায়ের করেছেন।

জিডিতে তিনি কারও নাম উল্লেখ করেননি। তিনি জানান, গত কয়েক দিন ধরে তার বাসার আশপাশে কিছু অজ্ঞাত ব্যক্তি ঘোরাফেরা করছেন। যে কারণে জীবনের নিরাপত্তা শঙ্কায় ভুগছেন। তাই এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে সবরকম নিরাপত্তা জোরদার করা হবে।  

২০২০ সালের ১৭ ডিসেম্বর সকালে আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের তৃতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৩ এ হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, আহমদ শফীকে মানসিক নির্যাতন এবং তার অক্সিজেন মাস্ক খুলে দিয়ে হত্যা করা হয়েছে। গত মাসের ১২ এপ্রিল হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন দিয়েছে পিবিআই। এতে হেফাজতের বর্তমান আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ২, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।