ঢাকা, শনিবার, ০ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবাদতের সমান: আ জ ম নাছির 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, মে ৬, ২০২১
বস্ত্রহীনকে বস্ত্র দান করা এবাদতের সমান: আ জ ম নাছির  বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, করোনা দুর্যোগের মধ্যে সিয়াম সাধনার নেয়ামত নিয়ে এসেছে পবিত্র রমজান মাস। করোনার কারণে সমাজে দিনদিন নিম্নবিত্তের সংখ্যা বাড়ছে।

মানুষ অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। একদিকে ঘরে ঘরে ঈদের আনন্দ অন্যদিকে করোনার চোখ রাঙানি।
সাধ থাকলেও সীমিত সাধ্যে মানুষকে পালন করতে হচ্ছে পবিত্র রমজানের সিয়াম। এর মাঝে অসহায় অসচ্ছলদেরকে বস্ত্র দান করার মাধ্যমে আল্লাহতালার সন্তুষ্টি লাভ সহজ হবে। বস্ত্রহীনকে বস্ত্র দান আল্লাহর এবাদতের সমান।  

বৃহস্পতিবার (৬ মে) পাহাড়তলী ওয়ার্ডের ফিরোজ শাহ কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউন্সিলর জহুরুল আলম জসিমের উদ্যোগে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

কাউন্সিলর জহুরুল আলম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের এরশাদ সুমন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ নেতা আসলাম হাবিব তালুকদার, বাংলাদেশ লেবার ফেডারেশন চট্টগ্রাম নগর সভাপতি আনোয়ার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, শামীম আহমেদ সুমন, শরীফুল আলম, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা বেলাল উদ্দিন জুয়েল, বেলাল আহমেদ সরকার, আনিস চৌধুরী রাজন, আনোয়ার আজিম, আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা লায়ন নুরুজ্জামান, আবু নোমান নাহিদ, আবু সুফিয়ান, পাপ্পু সন্দ্বীপি, শ্রমিক নেতা গিয়াস উদ্দিন তুহিন, ছাত্রলীগ নেতা নেওয়াজ খান, তৌহিদুর রহমান, রাজু আহমেদ, মোশাররফ হোসেন সৈকত, মোশাররফ হোসেন তুহিন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, মে ০৬, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।