ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আনোয়ারায় দুই চোর আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪
আনোয়ারায় দুই চোর আটক  ...

চট্টগ্রাম: আনোয়ারায় নাগরদোলার লোহার অ্যাংগেল চুরি করে বিক্রি করার অভিযোগে দুই চোরকে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৪) নভেম্বর বিকালে উপজেলার বারশত ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

আটক মো. আরমান উদ্দিন জিসান (১৯) ও মো. ওসমান শামীম জয় (১৮) বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার বিকালে বোয়ালিয়া গ্রামে নাগরদোলার লোহার অ্যাংগেল চুরি করে বিক্রি করার সময় স্থানীয়রা দুই চোরকে আটক করে।

পরে তাদের যৌথবাহিনীর কাছে তুলে দেওয়া হয়।

সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. নাফিস সাদিক রিফাত জানান, আটক দুইজন পেশাদার চোর। তাদেরকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ