চট্টগ্রাম: শারীরিকভাবে চলাচলে অক্ষম, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের হাতে ঈদ উপহার বিতরণ করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার (৭ মে) নগরের জিইসি মোড়ের কে স্কয়ার কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা ও পরিকল্পনা নিয়েছেন তারই ধারাবাহিকতায় উন্নয়ন সমতা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মানুষের কল্যাণে কাজ করছি আমরা।
শিক্ষা উপমন্ত্রীর পরিকল্পনায় সাবেক ছাত্রনেতা, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুরঞ্জিত বড়ুয়া লাভুর সার্বিক ব্যবস্থাপনায় শারীরিকভাবে অক্ষম মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে সুরঞ্জিত বড়ুয়া লাবু বলেন, এসব অসহায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ভাগ্য পরিবর্তনে সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষ এগিয়ে আসলেই প্রতিবন্ধী এবং মানুষের মাঝে সমতা ফিরিয়ে আনা সম্ভব।
নগর ছাত্রলীগের সহ-সভাপতি সৌমেন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম, নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য নাসির হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী।
উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক আবু নাসের চৌধুরী আজাদ, এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নুর উদ্দিন বাহার বাবু, নগর ছাত্রলীগের সাবেক সদস্য শিবু প্রসাদ, আমরা করব জয়ের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, যুবনেতা মাহাতাব উদ্দিন, মো. জিহাদ উদ্দিন, কায়সার উদ্দিন, নগর ছাত্রলীগের সহ সভাপতি রুমেল বড়ুয়া রাহুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বিন ফয়সাল মিজান, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা আব্দুর রাকিব, সুজন বড়ুয়া, শামীম আজাদ, কামরুল হাসান শিবলু, জাহিদুল ইসলাম প্রমি, আল আমিন, ইফতাহের আবির, সাইদ আবদুল্লা রকি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০৭, ২০২১
এআর/টিসি