চট্টগ্রাম: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মহামারির মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবেন। বিশ্বের যে কয়জন সরকার প্রধান করোনা মোকাবেলায় সফল তাদের মধ্যে শেখ হাসিনা অন্যতম।
শিল্পকারখানায় প্রণোদনা, স্বাস্থ্যকর্মীদের সুযোগ-সুবিধা, বিনামূল্য করোনা ভ্যাকসিন দেওয়া, চিকিৎসা সহায়তা, ত্রাণ বিতরণ, মাস্টার রোল ও পে-রোলের মাধ্যমে সংকটাপন্ন জনগণের পাশে দাঁড়ানোর মতো ঘটনা এদেশে প্রথম।
শুক্রবার (৭ মে) নগরের ৩৮ নম্বর ওয়ার্ডে আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সমাজসেবক ফরিদ মাহমুদ এসব কথা বলেন।
সমাজসেবক মো. নুরুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় মাইলের মাথায় এক সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ নেতা রিপন মিয়া। শাহনেওয়াজ আহমেদের পরিচালনায় এসময় বক্তব্য দেন শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হাজি ইব্রাহিম, হোসেন সরোয়ার্দী, আশরাফুল গনি, নাজমুল হাসান রুমি জাহিদ, আনিস, রিপন, পতেঙ্গা থানা যুবলীগ নেতা মাহবুবুল আলম সমুন, ৪০ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা জসিম, নাজিম, ইমতিয়াজ, মানিক, বেলাল, সুজন, রিমন পাঠান ,বন্দর থানা ছাএলীগ নেতা আশরাফ আকাশ, মোহাম্মদ রানা, ইসলামিয়া কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা জেকু, মাসুদ, হারুন প্রমুখ।
সভাশেষে উপস্থিত নারী পুরুষের মধ্যে ইফতার বিতরণ করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০৭, ২০২১
এআর/টিসি