ঢাকা, মঙ্গলবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কলেজের কর্মচারীরা পেলেন শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০২১
চট্টগ্রাম কলেজের কর্মচারীরা পেলেন শিক্ষা উপমন্ত্রীর ঈদ উপহার ...

চট্টগ্রাম: ঈদুল ফিতর উপলক্ষে  চট্টগ্রাম কলেজের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

সোমবার (১০ মে) বেলা ১২ টার দিকে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ এম মুজিবুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. অজয় কুমার দত্ত, গণিত বিভাগের সহকারী অধ্যাপক  হাছানুল ইসলাম।  

অধ্যক্ষ মুজিবুল হক বলেন, করোনা মহামারীর এই সময়ে সাধারণ জনজীবন বিপর্যস্ত।

এই সময়ে আমাদের সকলের উচিত একে অপরের পাশে দাঁড়ানো। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ বরাবরের মত এই সংকট মূহুর্তে ঈদ উপহার সামগ্রী নিয়ে কর্মচারীদের পাশে দাড়িঁয়েছে। তাদের এমন উদ্যোগকে স্বাগত জানাই।  

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, করোনা মহামারীর শুরু থেকে শিক্ষা উপমন্ত্রী মহোদয় আমাদের যে কোন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। প্রথম থেকেই সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজ কলেজের দেড় শতাধিক কর্মচারীর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা ইকবাল কায়সার, অনিক চৌধুরী সোহেল, বিশ্বজিৎ শর্মা, জাহেদ হাসান সাইমন, আব্দুল্লাহ আল সাইমন, মিনারুল হক, অর্ণব দেব,  জামশেদ উদ্দীন, ওয়াহিদুর রহমান সুজন, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, আকবর খান, তৌহিদুল করিম ইমন, আবু তুরাব, গোবিন্দ দত্ত, মো. সায়েদ হোসেন রিফাত, বিশাল হাজারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।