চট্টগ্রাম: ঈদ করতে গ্রামের বাড়িতে না গিয়ে নিজ কর্মস্থলে ঈদ উদযাপন করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার (১০ মে) সিআরবি এলাকার একটি রেস্টুরেন্টে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা শেখ ফরিদের সার্বিক ব্যবস্থাপনায় এই ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহমেদ, মো.হেলাল উদ্দিন, মো. সালাউদ্দিন, রুবেল আহমেদ বাবু, সাইফুল ইসলাম মামুন, মনির উল্লাহ খান, ফয়সাল বিন মান্নান, মান্নান খন্দকার, আলাউদ্দিন আলো, মনিরুজ্জামান দিনার, ওমর ফারুক রাজু, ফয়সাল আহমেদ রাজু, ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি শফর আলী,নগর আওয়ামীলীগ সদস্য বেলাল আহমেদ, রায়হান ইউসুফ, সুমন দেবনাথ,তারেক ইমতিয়াজ ইমতু, ইয়াসির আরাফাত,শরীফ আহমেদ, নজরুল ইসলাম চৌধুরী, মনিরুল আলম কৃষক, মো. জনি, আলমগীর, তানজীরুল হক প্রমুখ।
এদিকে, সোমবার দুপুরে পাথরঘাটা রবীন্দ্র নজরুল ইন্সটিটিউট প্রাঙ্গনে সামাজিক সংগঠন ‘প্রজন্মের আহ্বান’র উদ্যোগে এলাকাবাসীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। গোপাল দাশ টিপুর সভাপতিত্বে ও দুর্জয় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবু আবছার চৌধুরী, মশিউর রহমান রোকন, দীপক ভট্টাচার্য, লিটন রায় চৌধুরী, বিজয় কৃষ্ণ দাশ প্রমুখ ।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মে ১০, ২০২১
এমএম/টিসি