ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় ২ জন নিহত

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, মে ১৩, ২০২১
মিরসরাইয়ে মাইক্রোবাস দুর্ঘটনায় ২ জন নিহত দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস।

চট্টগ্রাম: মিরসরাইয়ে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মে) সকাল সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারৈয়ারহাট মোস্তাননগর বিএসআরএম গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সারমিন আক্তার পলি (২৫) ও জান্নাত (৩০)। পলি ফেনীর দুলাল হোসেনের মেয়ে।

জান্নাত আবুল খায়ের কোম্পানিতে চাকরি করতেন।

জানা গেছে, চট্টগ্রাম থেকে কুমিল্লার উদ্দেশ্যে যাওয়ার পথে ভাড়া করা মাইক্রোবাসটি সোনাপাহাড় এলাকায় নিয়ন্ত্রণ হারায়। একপর্যায়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।  

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক খন্দকার বাবুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে চালক শাহীন (৩২), ডলি (২৪) ও আরিফুলকে (২৮) স্থানীয় মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ১৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।