চট্টগ্রাম: চট্টগ্রামের ৫টি কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধীন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন ১০ হাজার ২ জন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন।
চমেক সূত্রে জানা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৪ হাজার ৬৪৩ জন, চট্টগ্রাম কলেজে ২ হাজার ৩৮১ জন, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ৩ হাজার ১৫৭ জন, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে ১ হাজার ৬৭৪ জন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়া ক্যাম্পাসে ১ হাজার ১৪৭ জন এক ঘণ্টার এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেন।
এইচএসসি উত্তীর্ণ ১৩ হাজার ৪৩৫ শিক্ষার্থী পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেন। এ উপলক্ষে পাঁচটি কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন বলেন, এমবিবিএস ভর্তি পরীক্ষা ৫টি কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৪৩৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এসি/পিডি/টিসি