চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকার এক হেফজখানার ১১ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ( ১৯ মে) রাতে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন বায়েজিদ জোনের (এসি) সহকারী পুলিশ কমিশনার মো. শাহ আলম।
মিজানুর কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার টেংবাজার এলাকার খলিলুর রহমানের ছেলে।
ভুক্তভোগী শিশুটির বাবা বাংলানিউজকে বলেন, আমি হতদরিদ্র একজন রিকশাচালক।
ঈদের পরে ছেলেকে হেফজখানায় দিয়ে আসি। আজ সকালে আমি রিকশা নিয়ে বের হলে বাড়ি থেকে খবর আসে আমার ছেলে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে এসেছে। সে অসুস্থ হয়ে গেছে। ছেলের পায়ুপথ ফুলে ক্ষতের সৃষ্টি হয়েছে। পরে তাকে জিজ্ঞেস করলে সে আমাকে হুজুরের নির্যাতনের বিষয়টি জানায়। তা ছাড়া হুজুরের অনৈতিক কাজের কথা কাউকে না বলার জন্য ওয়াদা করানো হয়। বললে আমাকে ও ছেলের মাকে মামলা দেওয়ার ভয় দেখানো হয়েছে। আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বাংলানিউজকে জানান, শিশু বলাৎকারের অভিযোগে মিজানুর রহমানকে দুপুরে আটক করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করা হয়েছে। প্রাথমিকভাবে শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছেন। বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম আদালতে তোলা হবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে জানান, শিশুটিকে বিকেল সোয়া ৫টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে ওয়ান -স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, মে ১৯, ২০২১
এমএম/টিসি