চট্টগ্রাম: সাতকানিয়ার সাঙ্গু নদীতে ভাসমান অবস্থায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
শুক্রবার (২১ মে) সকালে নলুয়া ইউনিয়নের মরফলার নাপিতের টেক এলাকায় নদীতে মরদেহটি ভেসে ওঠে।
ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ ফারহান (১৯)। তিনি চট্টগ্রামের বহদ্দারহাট ফরিদারপাড়া এলাকার মোহাম্মদ জামাল খানের ছেলে এবং হাজেরা-তজু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৯ মে) রাতে ফারহানসহ তিন বন্ধু সাতকানিয়ার মৈশামুড়া এলাকায় বন্ধু মোহাম্মদ তুহিনের বাড়িতে বেড়াতে যান। বৃহস্পতিবার দুপুরে তারা চারজন সাঙ্গু নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটার সময় একপর্যায়ে মোহাম্মদ ফারহান পানিতে ডুবে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মো. জুলহাস উদ্দিন বলেন, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সাঙ্গু নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। আমাদের উদ্ধারকারী দল মরদেহ উদ্ধার করে।
সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ওই শিক্ষার্থীর পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মে ২১, ২০২১
এসি/টিসি