ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাতির দু্ইটি দাঁতসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মে ২৬, ২০২১
হাতির দু্ইটি দাঁতসহ গ্রেফতার ২ আটক ব্যক্তিরা

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটা এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (বন্দর) বিভাগ বন্যপ্রাণী হাতির ২টি দাঁতসহ ২ জনকে গ্রেফতার করেছে ।  

 মঙ্গলবার (২৪ মে) রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা।

 উদ্ধারকৃত দাঁত দুইটির প্রতিটির দৈর্ঘ্য লম্বায় ২৪ ইঞ্চি তথা দুই ফুট।  প্রতিটি দাঁতের ওজন এক কেজি ৮০০ গ্রাম, এ ছাড়া প্রতিটি দাঁতের উপরের অংশ ১৩ ইঞ্চি সাদা এবং নিচের অংশের ১১ ইঞ্চি হলদে রংয়ের।
 

গ্রেফতারকৃতরা হলেন- কর্ণফুলী থানার বড় উঠান মৌলানা মহিবুল্লা খান বাড়ির জমির আহম্মদের ছেলে মো.জানে আলম(৩৮) ও বাশঁখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ওয়ার্ড ৬ নম্বর ওয়ার্ড নাকমুড়া হাজী আবদুল খালেক বাড়ির মৃত আবদুল খালেকের ছেলে মো.আমিন উল্ল্যাহ(৫৮)।

থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৪ মে) সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার মইজ্জারটেক চরপাথরঘাটার পূর্বপাশে পাকা রাস্তার উপর কয়েকজন লোক বন্যপ্রাণীর অংশ বিশেষ বিক্রয়ের জন্য অবস্থান করছেন।  এরপর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই স্থানে পুলিশ উপস্থিত হয়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদেরকে আটক করা হয়। এরপর তাদেরকে তল্লাশি করে বাজার করার দুইটি ব্যাগ থেকে হাতির দাঁতগুলো উদ্ধার করা হয়।  এই সময় তারা বন্যপ্রাণী হাতির দাঁত হেফাজতে রাখার কোনো কাগজপত্র দেখাতে পারেনি।  তাদের বিরুদ্ধে মঙ্গলবার (২৫ মে) সকাল ১১ টার দিকে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন-২০১২ এর ৩৬ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর  বাংলানিউজকে জানান, হাতির দাঁত বাঁশখালী থেকে 
কর্ণফুলীতে বিক্রির জন্য আনা হচ্ছে এরকম  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতির দুইটি দাঁতসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে।  তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায়  নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭১৯ ঘণ্টা, মে ২৬, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।