চট্টগ্রাম: বাঁশখালীর বাণীগ্রাম বাজারে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।
শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ বেগম (৩০) মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মৃত নাজির আহমেদের মেয়ে। দুর্ঘটনায় আহত তার ছেলে আল আমিনকে (১০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামদাস মুন্সীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, বাণীগ্রাম বাজার জইন্যার টেক এলাকায় শহরমুখী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মহেশখালীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগ বেগমের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এসি/টিসি