ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, জুন ৪, ২০২১
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: বাঁশখালীর বাণীগ্রাম বাজারে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে।  

শুক্রবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ বেগম (৩০) মহেশখালীর মাতারবাড়ি ইউনিয়নের মৃত নাজির আহমেদের মেয়ে। দুর্ঘটনায় আহত তার ছেলে আল আমিনকে (১০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামদাস মুন্সীর হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, বাণীগ্রাম বাজার জইন্যার টেক এলাকায় শহরমুখী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে মহেশখালীগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সোহাগ বেগমের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।