চট্টগ্রাম: নগরের মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক রফিকুল আলম ও বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলমের মৃত্যুবার্ষিকীতে সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে খতমে কোরআন, মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৪ জুন) বিকেলে মোহরা ইস্পাহানী জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে।
সল্টগোলা বেগম জান স্কুল সংলগ্ন জামে মসজিদে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর নুরুল আলমের প্রথম মৃত্যুবার্ষিকীর খতমে কোরআন ও দোয়া মাহফিল দুপুরে অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দ বলেন, দোয়া হলো প্রার্থনা করা। হাদিসে বলা হয়েছে, দোয়াই হলো ইবাদত। তাই দোয়া করতে হবে শুধু আল্লাহ তা’আলার কাছে। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো হামদ ও তাসবিহ পাঠ করার পর মনের একান্ত চাওয়া-পাওয়ার আবেদন করা। আল্লার কাছে কোনো উম্মাহর জন্য দোয়া মোনাজাত করা মানে আল্লাহর দরবারে সেই ব্যক্তির গুনাহ মাফের জন্য ফরিয়াদ করা।
পৃথক কর্মসূচিতে নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কামরুল হোসেন, ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ, সাধারণ সম্পাদক মো. হাসান, সহ-সভাপতি আবু নাসের, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদ নুরু, নাজিম উদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খালেদ হোসেন খান মাশুক, মাওলানা হাফেজ নুরুল কবির, দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. হাসান মুন্না, আবদুল হাকিম, সালাউদ্দিন বাদশা, সায়েদ বশর, মো. ফোরকান, মো. সাগির, মো. সারোয়ার, জাহান চৌধুরী, যুবলীগ নেতা নঈম উদ্দীন খান, শোয়েব ইসলাম, শাহজাহান, ইকবাল, মানিক, মনির, হুমায়ূন কবির আজাদ, সদস্য হাসানুল করিম, আরাফাত হোসেন, ফরহাদ খান, ছাত্রলীগ নেতা ফরহাদ খান ইরফান, আবু সাঈদ, রাহুল দাশ, সাহেদ আমীন, রফিক, সাজ্জাদ, আইয়ুব, আকাশ, আরমান, মামুন, রায়হান, আরিফ প্রমুখ অংশ নেন।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ৪, ২০২১
এআর/টিসি