চট্টগ্রাম: জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মোবাইল মেডিক্যাল টিমের মাধ্যমে সুবিধাবঞ্চিত নগরবাসীর মাঝে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।
কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্ল্যানের আরবান হেলথ কর্মসূচির আওতায় শুক্রবার (১১ জুন) পূর্ব ষোলশহর, উত্তর কাট্টলী জেলে পাড়া ও লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় অসহায় দুস্থ রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির নির্দেশনায় সকাল ৯টা থেকে দুপুর ১টা ও দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৃথকভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।
স্বাস্থ্যসেবা দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার, এমওসিএস ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, মেডিক্যাল অফিসার ডা. মো. নওশাদ ও বেসরকারি সংস্থা ওয়াইস্যাব’র প্রতিষ্ঠাতা ডা. হামিদ হোছাইন আজাদ।
চট্টগ্রাম শহরে সুবিধাবঞ্চিত নগরবাসী, বস্তিবাসী, কারখানার শ্রমিক ও ভাসমান জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিভিল সার্জন কার্যালয়ের এ উদ্যোগ। মোবাইল মেডিক্যাল টিমে সহযোগিতা করেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া, জেলা ইপিআই টেকনোলজিস্ট কাজল কান্তি পাল ও ওয়াইস্যাব’র সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, জুন ১১, ২০২১
এসি/টিসি