চট্টগ্রাম: দেশে করোনা মহামারি ঠেকাতে নগরের ব্যস্ততম সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকায় বসলো এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের করোনা প্রতিরোধক বুথ। চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে এসব বুথ বসানো হচ্ছে।
রোববার (১১ জুলাই) বিকেল ৩টায় রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট, জিইসি মোড়, বাকলিয়া বড় কবরস্থান, কালামিয়া বাজার, মিয়াখাননগরে করোনা প্রতিরোধক বুথের উদ্বোধন করেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।
এ সময় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ইউনুছ কোম্পানি, কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, নুরুল আলম মিয়া, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিল নিলু নাগ, শাহীনা আকতার রোজী, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, মো. রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনির ইসলাম, জাহিদ হাসান সাইমুন, রুবেল উদ্দীন প্রমুখ।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন বলেন, করোনা মহামারির এ সংকটকালে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সাধারণ জনগণকে সুরক্ষিত রাখতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার এখন নিত্যপ্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সমাজের প্রতিটি পাড়া মহল্লায় এ দুটি উপাদান সহজলভ্য করতে করোনা প্রতিরোধক বুথের কোনো বিকল্প নেই। তাই সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এগিয়ে আসতে হবে। তবেই করোনা মহামারির ভয়াল থাবা থেকে দেশকে সুরক্ষিত রাখা যাবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল জব্বার খন্দকার, অ্যাডভোকেট মোস্তফা নাজিম পাশা, অধ্যাপক সোলাইমান হোসেন রাজু, ১ নম্বর ইউনিট সাধারণ সম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক শমসের ফরহাদ, ২ নম্বর ইউনিট সভাপতি মো. জিয়াউর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক মানিক, আব্দুল্লাহ আল তানিন, মো. এমরান, ১৯ নম্বর ওয়ার্ড মিয়া খান নগর এলাকায় উপস্থিত ছিলেন কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া যুবলীগ নেতা জসিম উদ্দিন, জানে আলম মাস্টার, মাহফুজ আলম মিয়াজি সাইমন, ছাত্রলীগ নেতা ঐশিক পাল জিতু, ইমজামুল ইমু, মিনহাজুল আলম, ইয়াসিন আরাফাত মুন্না, সাফায়েত নেওয়াজ রোকন, সাইদ বিন আব্দুল্লাহ নাহিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১১, ২০২১
এআর/টিসি