ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের আকবরশাহ্ থানাধীন গোলাম আলী শাহ কবরস্থান লেইন জানাজার মাঠ সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান আকবরশাহ থানার ওসি জহির হোসেন।

গ্রেফতারকৃতরা হলো- রাকিবুল হাসান জাহিদ (২১), মো. মাহফুজ (১৯), মো. সুজন (২১) ও জাহেদুল ইসলাম তানজিত প্রকাশ প্যাকেজ জাহেদ (২০)।  

এসময় তাদের কাছে ১টি টিপ ছোরা, ১টি রাম দা, ১টি লোহার তৈরি খুন্তি ও ১টি কিরিচ পাওয়া যায়।

অভিযান পরিচালনাকারী এসআই টিকলু কুমার পাল জানান, ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।