চট্টগ্রাম: পটিয়ার খরণা ইউনিয়ন পরিষদ মুজাফরাবাদ ৮ নম্বর ওয়ার্ড পল্লী মঙ্গল সংঘের উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
রূপায়ন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাইফুল ইসলাম, লিটন বড়ুয়া, হিরালাল বিশ্বাস, হরি দেব, শিবু শীল, নিউটন বিশ্বাস প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ বদিউল আলম বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।
মতবিনিময় সভায় স্থানীয় অধিবাসীরা সংসদ সদস্যের অবহেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন বঞ্চিত বলে অভিযোগ করেন। বদিউল আলম এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে কাজ করবেন বলে আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২১
এসি/টিসি