চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক বাসবী বড়ু্য়ার সপ্তাহিক ক্রিয়া সংঘদান ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদিউল আলম।
মঙ্গলবার (২৭ জুলাই) মুকুট নাইট সেবাসদনে আয়োজিত এ স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শাসন প্রিয় মহাস্থবির ও মহাসচিব সংঘ প্রিয় মহাথের।
সভায় পটিয়া উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রভাষক বাসবীর পিতা স্বপন বড়ুয়া, কুসুম কলি আসরের সংগঠক অনুপম বড়ুয়া, পটিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, যুবলীগ নেতা লিটন বড়ুয়া, সরিত চৌধুরী, কামনা শীষ বড়ুয়া উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমএম/টিসি