ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনা রোগীদের উপহার সামগ্রী দিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে করোনা রোগীদের উপহার সামগ্রী দিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগ  ...

চট্টগ্রাম: স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে করোনা রোগীদের জন্য উপহার সামগ্রী দিয়েছে মহানগর স্বেচ্ছাসেবকলীগ।

মঙ্গলবার (২৭ জুলাই) সংগঠনটির নেতৃবৃন্দ সিভিল সার্জন ডা. ফজলে রাব্বির হাতে এ উপহার তুলে দেন।

 

এসময় উপস্থিত ছিলেন, আবদুর রশিদ লোকমান, হায়দার আলী, ওসমান গণি মানিক, মঞ্জুর হোসেন, লুৎফর রহমান কিরণ, সুমন কান্তি নাথ, রুনা আনছারি।  

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা মহামারিতে স্বেচ্ছাসেবকলীগ অতীতের মত সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা করছি।  

এতে রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দিন আলীনুর, শাহাবুদ্দিন বাদশা, মনির উল্লাহ খান, আমজাদ হোসেন, জাহাঙ্গীর বেগ, শাহাবুদ্দিন খালেদ সাইফু, ইসমাইল হোসেন শুভ, মহিউদ্দিন রিসাত, রকিবুল  ইসলাম অপু, মোহাম্মদ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।