ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
জুয়ার সরঞ্জামসহ ৯ জুয়াড়ি গ্রেফতার ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ডেবারপাড়ে জুয়ার আসর থেকে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল মিয়া (৩৫), মো. ফয়সাল মিয়া (২৬), নজরুল ইসলাম (৪০), মো. এলাক মিয়া (৪৩), মো. নাজিম আহমেদ (২৬), বাবুল মিয়া (৩০), মো. রাজু মেলকার (৩৪), মো. আব্দুল গণি (৪৫) ও মো. বকুল ইসলাম (২০)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টায় আগ্রাবাদ ডেবারপাড়ে একটি বাসা থেকে জুয়া খেলা অবস্থায় ৯ জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে নগদ ২ হাজার ২৭০ টাকা এবং ৩ প্যাকেট তাস উদ্ধার করা হয়। আটককৃত সবাই নিম্ন আয়ের মানুষ। সারাদিন পরিশ্রম করে যা আয় করে, রাতে জুয়া খেলে তা উড়িয়ে দেয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।