ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ কামালের জন্মদিনে চট্টগ্রাম জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
শেখ কামালের জন্মদিনে চট্টগ্রাম জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মবার্ষিকীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অস্থায়ী স্মৃতিবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।