ঢাকা, সোমবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

করোনা প্রতিরোধে সিএমপি কমিশনারের মাস্ক বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
করোনা প্রতিরোধে সিএমপি কমিশনারের মাস্ক বিতরণ

চট্টগ্রাম: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ও জনসচেতনতা প্রতিরোধে  পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

শনিবার (৭ আগস্ট) সকাল ১১টায় নগরের জিইসি মোড়ে ট্রাফিক বিভাগের উদ্যোগে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।

 এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিএমপি কমিশনার।  

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক, দক্ষিন) এন এম নাসিরুদ্দিন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক পশ্চিম) মো. তারেক আহম্মেদ, উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) মো. মোখলেছুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) আরাফাতুল ইসলাম বাংলানিউজকে বলেন,  দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে। এই মহামারিকালে সিএমপির পক্ষ থেকে মানুষদের ফ্রি অক্সিজেন ও অ্যাম্বুলেন্সর সার্ভিস দেওয়া হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে আগামী এক সপ্তাহ সিএমপির বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী (মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।