ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হুইপ পোষ্যের টিকা কাণ্ডে গণটিকা বঞ্চিত শোভনদণ্ডীর ৬ ওয়ার্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
হুইপ পোষ্যের টিকা কাণ্ডে গণটিকা বঞ্চিত শোভনদণ্ডীর ৬ ওয়ার্ড

চট্টগ্রাম: হুইপ সামশুল হকের সম্মতিতে মেডিক্যাল টেকনোলজিস্ট (এমটি) রবিউলের টিকাবাণিজ্য ও রেজিস্ট্রেশন ছাড়া টিকা প্রদান করায় গণটিকা কার্যক্রম থেকে বঞ্চিত হয়েছে শোভনদণ্ডী ইউনিয়নে ৬ ওয়ার্ডের মানুষ।  

শনিবার (৭ আগস্ট) সকালে পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নে কুরাংগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয় ‘কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন’ কার্যক্রম হয়।

 

শোভনদণ্ডী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম বাংলানিউজকে বলেন, আমাদের ইউনিয়নে ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্থানীয় কুরাংগিরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা দেওয়া হয়েছে। ইউনিয়নের ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডে আজকে টিকা দেওয়া হয়নি।

 

পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ বাংলানিউজকে বলেন, গত ৩০ ও ৩১ জুলাই যেসব এলাকায় টিকা দেওয়া হয়েছিল, সেসব এলাকা বাদ রেখে আজকে টিকা দেওয়া হয়।

এদিকে, রবিউলের বিরুদ্ধে থানায় জিডি করা করেছে স্বাস্থ্য বিভাগ।  পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা সব্যসাচী নাথ জিডি করেন।  

হুইপের আশীর্বাদের হাত কাজে লাগিয়ে রবিউল নানা অনিয়ম করে আসছিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শুধু করোনা টিকা কার্যক্রম নয়, ইপিআইয়ের বিভিন্ন টিকা নিয়েও বাণিজ্য ছিল তার। শুধু তাই নয় করোনা শুরুর পর থেকে চাকরিতে যোগদানের জন্য করোনার যে নেগেটিভ প্রত্যয়ন প্রয়োজন হতো তা টাকার বিনিময়ে সরবরাহ দিতেন হুইপ বাহিনীর ওই অভিযুক্ত মেডিক্যাল টেকনোলজিস্ট রবিউল।

আরও পড়ুন:করোনার টিকা বাণিজ্য:  হুইপ পোষ্য রবিউলের বিরুদ্ধে জিডি

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।