ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শানিত করেছিলেন বঙ্গমাতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শানিত করেছিলেন বঙ্গমাতা

চট্টগ্রাম: সাতকানিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের আয়োজনে পালন করা হয় বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী।  

রোববার (৮ আগস্ট) সাতকানিয়া উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়।

 

এতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।

তিনি বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামের প্রতিটি সংকেট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে কেবলই একজন সহধর্মিণী হিসেবে নয়, বরং ছায়া হয়ে সাংসারিক জীবনের অন্তরালে কাজ করেছেন তিনি।

সাংসারিক বিভিন্ন টানাপোড়েন ও সমস্যার মধ্যেও দুর্দিনে বঙ্গবন্ধুর পাশে ছিলেন তিনি। এক কথায় বঙ্গবন্ধুর দৃঢ় চেতনাকে আরো শানিত করেছিলেন বঙ্গমাতা।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেজা তুজ জোহরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন হাসান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম, উপজেলা প্রকৌশলী পারভেজ সরোয়ার, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র, মৎস্য কর্মকর্তা সৈকত শর্মা, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি মাহফুজুর নবী খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।

অনুষ্ঠান শেষে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।