ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফাল্গুন ১৪৩১, ০৬ মার্চ ২০২৫, ০৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসহায়দের সহায়তায় স্বচ্ছল শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান আ জ ম নাছিরের 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
অসহায়দের সহায়তায় স্বচ্ছল শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান আ জ ম নাছিরের 

চট্টগ্রাম: করোনার মহামারি সময়ে অসহায়দের সহায়তায় স্বচ্ছল শ্রেণিকে এগিয়ে আসার আহ্বান জানয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।  

সোমবার (৯ আগস্ট) সকালে নগরীর মির্জারপুল এলাকায় রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে ১০০০ জন অস্বচ্ছল ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠানে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, করোনা ভাইরাসের আক্রমণে মানবসমাজ আজ চরম পরিস্থিতির মুখোমুখি। এই ভাইরাসের আক্রমণে মানুষের জীবন ও জীবিকা দুটোই হুমকির মুখে পড়েছে।

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের সহায়তায় স্বচ্ছল শ্রেণিকে এগিয়ে আসতে হবে। এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদেরকে সরকারের সহায়ক শক্তি হয়ে মাঠে নামতে হবে।  

রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র সভাপতি অধ্যাপক ড. সৈয়দা খুরশিদা বেগমের সভাপতিত্বে ও ক্লাব সেক্রেটারী মোহাম্মদ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান, ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আজিজুল গণি চৌধুরী, রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং’র নির্বাচিত সভাপতি  আলমগীর পারভেজ, সাবেক সভাপতি মো. শহিদুল ইসলাম চৌধুরী, আইপিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন ও পাঁচলাইশ বিট পুলিশ -৫৩ এর সভাপতি জসিমুল আনোয়ার খান প্রমুখ।

এদিকে, নগরের ৪০নং ও ৪১নং ওয়ার্ডে আ জ ম নাছির উদ্দীনের পক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এতে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, নগর আওয়ামী লীগ নেতা শফর আলী, নোমান আল মাহমুদ, কামরুল হাসান বুলু, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, মো. ঈছা, ওমর ফারুক, ফরিদ আহমেদ, জাবেদুল ইসলাম শিপন, আবদুর রশিদ লোকমান, ইয়াছির আরাফাত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।