ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ কামালের জন্মদিন উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
শেখ কামালের জন্মদিন উপলক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ

চট্টগ্রাম: নগরে বিভিন্ন সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও মহানগর যুবলীগ নেতা নাদিম উদ্দীন। শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।

 

মঙ্গলবার (১০ আগস্ট) মিয়াখান নগর ট্যলেন্ট পাবলিক স্কুল প্রাঙ্গণে  ১৫টি ক্লাব বা সংগঠনের মধ্যে এ ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়।  

এতে নাদিম উদ্দীন বলেন,  মাদকমুক্ত তরুণ সমাজ গড়তে খেলাধুলার কোন বিকল্প নেই।

 তা উপলব্ধি করেছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল।  

এসময় উপস্থিত ছিলেন, ট্যলেন্ট স্কুলের ব্যবস্থাপনা পরিচালক লায়ন কবিরুল ইসলাম, ১৮ নম্বর যুবলীগ নেতা মনিরাজ মনি, আলাউদ্দীন ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা রেহাদুল ইসলাম সায়েম, ফয়জুর রহমান খান ইরাশ, মো. সুমন বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী সদস্য শাহাদাত নুর তুষার, ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আবদুল আহাদ,  আবদুল্লাহ আল মামুন, মোস্তফা শাওন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এমএম/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।