ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৪৩ লাখ টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
৪৩ লাখ টাকার ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের লালদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ মো. নুরুল আফছার (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতার মো. নুরুল আফছার (৫২) কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া এলাকার শের উল্যাহ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে।

উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, মঙ্গলবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়।

যার বাজার মূল্য প্রায় ৪৩ লাখ টাকা। সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার এই মাদকদ্রব্য মো. নুরুল আফছারের কাছ থেকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে চন্দনাইশ থানার জনৈক আজিজুর রহমানের কাছ থেকে সংগ্রহ করে বিক্রির জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানায় সে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও  সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১১ আগস্ট, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।