চট্টগ্রাম: নগরের লালদিঘীর মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) মাদকসহ মো. নুরুল আফছার (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতার মো. নুরুল আফছার (৫২) কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলাহাজরা ইউনিয়নের উলুবনিয়া এলাকার শের উল্যাহ বাড়ির মৃত আহম্মদ কবিরের ছেলে।
উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির বলেন, মঙ্গলবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে অভিযান চালিয়ে ৪৩০ গ্রাম ওজনের আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মো. দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ১১ আগস্ট, ২০২১
এসি/টিসি