ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের হালিশহর থানার ‘কে’ ব্লক এলাকায় ছয় তলা ভবনের ছাদ থেকে পড়ে তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মেহেদী (৭) মারা গেছে।  

বুধবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপ-পরিদর্শক নুরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, হালিশহর ‘কে’ ব্লক এলাকায় তানজিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. মেহেদী ছয় তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৩টার দিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১১ আগস্ট, ২০২১ 
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।