চট্টগ্রাম: নগরের বিভিন্ন এলাকা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে ইঞ্জিনের চেসিস নম্বর ও জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করত একটি সিন্ডিকেট। রং পরিবর্তন করে নতুন গাড়ির মতোই চকচকে করে ক্রেতাদের কাছে আকর্ষণ বাড়াত।
বুধবার ( ১১ আগস্ট) ডিবি উত্তর বিভাগের মনসুরাবাদ কার্যালয়ে চট্টগ্রাম নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সালাম কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের চান্দগাঁও থানাসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের হেফাজতে থাকা চোরাই ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। এসব গাড়ির দাম প্রায় ৩৩ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতার ৬ জন পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গা থেকে সিএনজি অটোরিকশা চুরি করে গাড়ির ইঞ্জিন চেসিস নম্বর ও রং পরিবর্তনসহ জাল কাগজপত্র তৈরি ও বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. আরিফ হোসেনের ও পুলিশ পরিদর্শক মো. মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ১১ আগস্ট, ২০২১
এমএম/টিসি