ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলীর শ্রমিকরা পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
পাহাড়তলীর শ্রমিকরা পেলেন বসুন্ধরা গ্রুপের উপহার পাহাড়তলীর একশ’ শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী।

চট্টগ্রাম: নগরের পাহাড়তলীর একশ’ শ্রমিকের হাতে তুলে দেওয়া হয়েছে বসুন্ধরা গ্রুপের উপহার সামগ্রী। তারা প্রত্যেকে পেয়েছেন- ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ২ লিটার সয়াবিনসহ প্যাকেটজাত মসলার গুঁড়া।

 

বুধবার (১১ আগস্ট) বিকেলে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের (বাল্ক) চট্টগ্রাম ডিভিশনের এরিয়া সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম, পাহাড়তলী রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ কামাল উদ্দিন, ব্যবস্থাপক এসএম ইউনুস প্রমুখ।

  

উপহার পেয়ে দারুণ খুশি শ্রমিক আবুল কালাম। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘করোনা মহামরির শুরু থেকে এ পর্যন্ত আমাদের কেউ সহযোগিতা করেনি।  আমরা অভাবী মানুষ, এই প্রথম আমাদের কেউ উপহার দিল। আল্লাহ তাঁদের কল্যাণ করুক। ’

পাহাড়তলী চাল বাজারের শ্রমিক মো. মিলন। ২২ বছর ধরে ভোগ্যপণ্য লোড-আনলোডের কাজ করছেন। করোনা মহামারিতে কাজ কমে যাওয়ায় সন্তানদের নিয়ে নিদারুণ কষ্টে দিন পার করছেন। উপহার পেয়ে হাসিমুখে বললেন, করোনাকালে এই প্রথম উপহার পেলাম। যারা উপহার দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে অন্তর থেকে ফরিয়াদ জানাই।

মেসার্স কামাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী কামাল উদ্দিন বলেন, এ মহামারির মধ্যেও শ্রমিকরা কাজ করে ভোগ্যপণ্যের সরবরাহ লাইন চালু রেখেছে। কিন্তু এত দিন তারা কোনো ত্রাণ বা উপহার পায়নি। বসুন্ধরা গ্রুপই প্রথম পাহাড়তলীর শ্রমিকদের জন্য উপহার সামগ্রী দিল।  

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের (বাল্ক) চট্টগ্রাম ডিভিশনের এরিয়া সেলস ম্যানেজার মো. আমিনুল ইসলাম জানান, দেশের বিভিন্ন স্থানে শ্রমিকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করছে বসুন্ধরা গ্রুপ। তারই অংশ হিসেবে মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে নগরের চাক্তাই-খাতুনগঞ্জের মকবুল সওদাগর সড়কে ভোগ্যপণ্য লোড-আনলোডে নিয়োজিত ৩০০ শ্রমজীবী মানুষের (লেবার) হাতে উপহার পৌঁছে দিয়েছি আমরা। আজ বুধবার পাহাড়তলীর ১০০ শ্রমিকের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।